চরম্বায় রাতের আধারে পাহাড় কেটে উজাড় করে দিচ্ছে পাহাড়খেকো কামাল।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বায়ার পাড়া স্টেশনের পূর্ব পাশে রাতের আধারে পাহাড় কেটে উজাড় করে দিচ্ছে বলে খবর পাওয়া যায়।
সরজমিনে গিয়ে দেখা যায় চরম্বা বায়ার পাড়া স্টেশনের পূর্বে লম্বাকাড়া নামক স্থানে পরিবেশের ভারসাম্য রক্ষাকারী পাহাড় দিনদিন কেটে উজাড় করে দিচ্ছে স্থানীয় পাহাড় খেকো মোঃ কামাল।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পাহাড় খেকো মোঃ কামাল ২নং ওয়ার্ডের সাবেক আক্তার মেম্বারের ভাই। তাঁরা আরো বলেন পাহাড় খেকো মোঃ কামাল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে প্রতি রাতে স্কেভেটর দিয়ে এসব পাহাড় কেটে মাটি বিক্রি করে বন উজার করে দিচ্ছে।
একই ওয়ার্ডের মেম্বার মোঃ সৌকত বলেন, আমার ওয়ার্ডে রাতের আধারে পাহাড় কেটে উজাড় করে দিচ্ছে স্থানীয় মাটি খেকো মোঃ কামাল। তাঁহাকে বার বার নিষেধ করা সত্বেও তিনি কোন প্রকার বিধিনিষেধ তোয়াক্কা না করে পাহাড় কেটে মাঠি বিক্রয় করেই যাচ্ছে। আমি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের কাছে আবেদন করছি যেনো এধরণের পাহাড় খেকোদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।
এবিষয়ে পাহাড় খেকো মোঃ কামালের সাথে মুঠোফোনে একাধিকবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, পাহাড় কাটার কোন বৈধতা নাই। অবৈধভাবে যারা পাহাড় কাটবে তাঁদেরকে ছাড় দেওয়া হবে না। এবং যাঁরাই পাহাড় কাটছেন তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
